টেকনাফ (কক্সবাজার) উপজেলা সংবাদদাতা : কক্সবাজার
টেকনাফে নাজির পাড়া অভিযান
চালিয়ে ২০ হাজার
ইয়াবাসহ আয়ুব আলী নামে একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার সকাল সাড়ে ৮টায় সদর ইউনিয়ন নাজির পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।টেকনাফ ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক
লে. কর্নেল আবু জার আল জাহিদ
জানান, মিয়ানমার থেকে ইয়াবার চালান এনে সাদর ইউনিয়ন নাজির পাড়ার একটি বাড়িতে ইয়াবা মজুদ রাখার গোপন সংবাদ পেয়ে
(নাজির পাড়ার বিওপির) হাবিলদার
শামসুল আলমের
নেতৃত্বে বিজিবির একটি টিম আয়ুবের বাড়িতে অভিযান পরিচালনা করে। পরে বাড়িতে তল্লাশি চালিয়ে ২০ হাজার ১৩৯ পিস ইয়াবা উদ্ধার করে। এ সময় বাড়ির মালিক আয়ুব আলী (২৫) কে আটক করে।
সে ওই এলাকার মো. আবদুল হাসিমের
ছেলে
টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ আটক ১
টেকনাফ
(কক্সবাজার) উপজেলা সংবাদদাতা : কক্সবাজার টেকনাফে নাজির পাড়া অভিযান
চালিয়ে ২০ হাজার ইয়াবাসহ আয়ুব আলী নামে একজনকে আটক করেছে বর্ডার গার্ড
বাংলাদেশ (বিজিবি)। শনিবার সকাল সাড়ে ৮টায় সদর ইউনিয়ন নাজির পাড়া এলাকায় এ
ঘটনা ঘটে।টেকনাফ ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবু জার আল জাহিদ
জানান, মিয়ানমার থেকে ইয়াবার চালান এনে সাদর ইউনিয়ন নাজির পাড়ার একটি
বাড়িতে ইয়াবা মজুদ রাখার গোপন সংবাদ পেয়ে (নাজির পাড়ার বিওপির) হাবিলদার
শামসুল আলমের নেতৃত্বে বিজিবির একটি টিম আয়ুবের বাড়িতে অভিযান পরিচালনা
করে। পরে বাড়িতে তল্লাশি চালিয়ে ২০ হাজার ১৩৯ পিস ইয়াবা উদ্ধার করে। এ সময়
বাড়ির মালিক আয়ুব আলী (২৫) কে আটক করে। সে ওই এলাকার মো. আবদুল হাসিমের
ছেলে
- See more at: http://www.dailyinqilab.com/2015/02/21/241674.php#sthash.n680vrVr.dpuf