World news - গ্রিসের জন্য ঋণ সহায়তার মেয়াদ বাড়াল ইউরোজোন



গ্রিসের জন্য ঋণ সহায়তার মেয়াদ বাড়াল ইউরোজোন

গ্রিসকে দেয়া আন্তর্জাতিক ঋণ সহায়তা তহবিলের মেয়াদ আরো চার মাস বাড়াতে সম্মত হয়েছেন ইউরো জোনের অর্থমন্ত্রী। তবে এর সাথে কিছু শর্তও বেঁধে দেয়া হয়েছে।
শনিবার বিবিসির অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সময়বৃদ্ধির এই সুবিধা পেতে গ্রিসে পুনর্গঠনের একটি তালিকা আগামী সোমবারের মধ্যে অর্থ দাতাদের কাছে পৌঁছে দেবে বলে রাজি হয়েছে গ্রিস।
গ্রিসের সংকট নিরসনে বেলজিয়ামের ব্রাসেলসে বসা বৈঠকের পর অনেক কূটনৈতিক তত্পরতা শেষে চার মাস সময় বাড়ানো এই সিদ্ধান্তটি এলো।
গ্রিসের বাজেটে ক্ষতিকর প্রভাব পড়ে এমন কোনো সিদ্ধান্ত না নিতে গ্রিস করেছিল বলে জানিয়েছেন ইউরো গ্রুপের প্রেসিডেন্ট এরোন ডাইসেলব্লোম।
শুক্রবার রাতে একটি সংবাদ সম্মেলনে কথা বলছিলেন মি. ডাইসেলব্লোম। তিনি বলেছেন, মেয়াদ বাড়ানোর যে সিদ্ধান্তট এসেছে সেটি একটি ইতিবাচক সিদ্ধান্ত।
গ্রিসকে দেয়া আন্তর্জাতিক ঋণ তহবিল নিয়ে আরো এক দফা আলোচনা করতে ব্রাসেলসে আবারো বসেছেন ইউরো জোনের অর্থমন্ত্রীরা।

কিন্তু এই বৈঠক যে খুব সহজ হবে না সে কথা সাংবাদিকদেরকে নিজেই বলেছেন এরোন ডাইসেলব্লোম।
গ্রিসে পুনর্গঠনের জন্য যে তালিকা চেয়েছে ইউরো গ্রুপ, সোমবারের মধ্যে সেই তালিকা প্রস্তুত করতে দিন-রাত ধরে অক্লান্ত কাজ করার কথা ঘোষণা দিয়েছেন গ্রিসের অর্থমন্ত্রী ইয়ানিস ভেরাফাকিস।
গ্রিসের অর্থ সংকট সমাধানে আন্তর্জাতিক যে সহায়তা গ্রিসকে দেয়া হয়েছিল সেটির সময় আরো ছয় মাস বাগানোর চেষ্টা করছিল এথেন্স।



গ্রিসকে দেয়া আন্তর্জাতিক ঋণ সহায়তা তহবিলের মেয়াদ আরো চার মাস বাড়াতে সম্মত হয়েছেন ইউরো জোনের অর্থমন্ত্রী। তবে এর সাথে কিছু শর্তও বেঁধে দেয়া হয়েছে।
শনিবার বিবিসির অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সময়বৃদ্ধির এই সুবিধা পেতে গ্রিসে পুনর্গঠনের একটি তালিকা আগামী সোমবারের মধ্যে অর্থ দাতাদের কাছে পৌঁছে দেবে বলে রাজি হয়েছে গ্রিস।
গ্রিসের সংকট নিরসনে বেলজিয়ামের ব্রাসেলসে বসা বৈঠকের পর অনেক কূটনৈতিক তত্পরতা শেষে চার মাস সময় বাড়ানো এই সিদ্ধান্তটি এলো।
গ্রিসের বাজেটে ক্ষতিকর প্রভাব পড়ে এমন কোনো সিদ্ধান্ত না নিতে গ্রিস করেছিল বলে জানিয়েছেন ইউরো গ্রুপের প্রেসিডেন্ট এরোন ডাইসেলব্লোম।
শুক্রবার রাতে একটি সংবাদ সম্মেলনে কথা বলছিলেন মি. ডাইসেলব্লোম। তিনি বলেছেন, মেয়াদ বাড়ানোর যে সিদ্ধান্তট এসেছে সেটি একটি ইতিবাচক সিদ্ধান্ত।
গ্রিসকে দেয়া আন্তর্জাতিক ঋণ তহবিল নিয়ে আরো এক দফা আলোচনা করতে ব্রাসেলসে আবারো বসেছেন ইউরো জোনের অর্থমন্ত্রীরা।

কিন্তু এই বৈঠক যে খুব সহজ হবে না সে কথা সাংবাদিকদেরকে নিজেই বলেছেন এরোন ডাইসেলব্লোম।
গ্রিসে পুনর্গঠনের জন্য যে তালিকা চেয়েছে ইউরো গ্রুপ, সোমবারের মধ্যে সেই তালিকা প্রস্তুত করতে দিন-রাত ধরে অক্লান্ত কাজ করার কথা ঘোষণা দিয়েছেন গ্রিসের অর্থমন্ত্রী ইয়ানিস ভেরাফাকিস।
গ্রিসের অর্থ সংকট সমাধানে আন্তর্জাতিক যে সহায়তা গ্রিসকে দেয়া হয়েছিল সেটির সময় আরো ছয় মাস বাগানোর চেষ্টা করছিল এথেন্স।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts