Sports news - পাকিস্তানের সামনে এখন বাঁচা মরার লড়াই : মিসবাহ



পাকিস্তানের সামনে এখন বাঁচা মরার লড়াই : মিসবাহ

ওয়েস্ট ইন্ডিজের কাছে নিজেদের দ্বিতীয় ম্যাচে ১৫০ রানে বিধ্বস্ত হবার পরে পাকিস্তানি অধিনায়ক মিসবাহ-উল-হক বলেছেন,  পাকিস্তানের সামনে এখন বাঁচা মরার লড়াই, কিন্তু এসবের কোন স্থান নেই। আমরা তিনটি বিভাগেই আজ পরাজিত হয়েছি। আমরা বোলিং ভাল করিনি, বেশ কয়েকটি ক্যাচ ফেলে দিয়েছি, ব্যাটিং ছিল পুরোপুরি ব্যর্থ। টুর্নামেন্টে টিকে থাকতে হলে জিম্বাবুয়ের বিপক্ষে পরবর্তী ম্যাচে জয়ের বিকল্প নেই।
ক্রাইস্টচার্চে হ্যাগলি ওভাল মাঠে আজকের ম্যাচে পাকিস্তান শুধুমাত্র বড় ব্যবধানে পরাজিতই হয়নি। ওয়ানডে ক্রিকেটে বাজে ব্যাটিংয়ের রেকর্ডও গড়েছে। মাত্র এক রানে তাদের প্রথম ৪ উইকেটের পতন ঘটায় ওয়ানডে ক্রিকেটে নতুন রেকর্ডের জন্ম হয়েছে।
চির প্রতিদ্বন্দ্বী ভারতের কাছে প্রথম ম্যাচে ৭৬ রানের পরাজয়ের পরে পাকিস্তান এখন দুই ম্যাচের দুইটিতেই পরাজিত হয়ে পুল-বি’র তলানিতে অবস্থান করছে। টসে হেরে প্রথমে বোলিং পাওয়া পাকিস্তান দ্রুত দুটি উইকেট তুলে নিয়েছিল। এর মধ্যে ছিল ফর্মহীন ক্রিস গেইলের উইকেট। শেষ ১০ ওভার বাকি থাকতে ওয়েস্ট ইন্ডিজের স্কোর যখন ছিল ৪ উইকেটে ১৯৪ তখনো বেশ ভালভাবেই ম্যাচে টিকে ছিল পাকিস্তান। কিন্তু আন্দ্রে রাসেল এবং লেন্ডল সিমন্সের কাছে মূলত পাকিস্তানি বোলাররা ছিলেন অসহায়। রাসেলের ১৩ বলে অপরাজিত ৪২ এবং সিমন্সের ৪৬ বলে ৫০ রানে ভর করে ওয়েস্ট ইন্ডিজ ৬ উইকেটে ৩১০ রান সংগ্রহ করে। কিন্তু মাত্র ৩৯ ওভারেই ১৬০ রানে অল আউট হয়ে পাকিস্তান মূলত কোন লড়াই করতে পারেনি।
এ সম্পর্কে মিসবাহ বলেছেন, আমাদের অবশ্যই নিজেদের তুলে ধরতে হবে। কারন আমরা খাদের কিনারায় চলে এসেছি। শেষ দুটি ম্যাচকে মনে না রেখে ভুল থেকে শিক্ষা নিতে হবে। যার যার স্থানে পারফর্ম করা ছাড়া জয় সম্ভব নয়
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts