Science and Technology news - হ্যাক হচ্ছে সিমও!

হ্যাক হচ্ছে সিমও!

মোবাইলে গোপন নজরদারি বাড়াতে যুক্তরাষ্ট্র ও ব্রিটিশ গোয়েন্দা সংস্থা সিম কার্ড হ্যাক করছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের একটি সংবাদমাধ্যম। এডওয়ার্ড স্নোডেনের বরাত দিয়ে দ্য ইন্টারসেপ্টএই তথ্য জানিয়েছে। খবর: বিবিসির।
দ্য ইন্টারসেপ্টের প্রতিবেদনে বলা হয়েছে, ডাচ কোম্পানি জিমালতোহ্যাক করে কোড চুরি করেছে গোয়েন্দারা।
জিমালতো বলেছে, স্নোডেনের এই অভিযোগ তারা গুরুত্বের সঙ্গে দেখছে।
জিমালতো ৮৫টি দেশে সিম তৈরি করে এবং তাদের ৪০টি সিম উৎপাদনকারী কারখানা রয়েছে।
দ্য ইন্টারসেপ্ট বলছে, বিশ্বের বিভিন্ন সেলুলার নেটওয়ার্কে ভয়েস ও ইন্টারনেট ব্যবস্থায় নজরদারি করতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের গোয়েন্দারা এই হ্যাকিং আক্রমণ চালিয়েছে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, নেদারল্যান্ডভিত্তিক এই সিম কোম্পানিটির গ্রাহকদের মধ্যে এটিঅ্যান্ডটি, টি-মোবাইল, ভেরিজন এবং স্প্রিন্টের পাশাপাশি বিশ্বের অন্যান্য শীর্ষস্থানীয় মোবাইল অপারেটরা রয়েছে।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts