তবে কি ব্র্যাড
পিট-অ্যাঞ্জেলিনা জোলির বাড়িতে আগুন লাগলো! সম্প্রতি তাদের বাড়িতে খুব দ্রুতই হানা দেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তাই ধারণা করা হচ্ছে,
এই তারকা দম্পতির
বাড়িতে আগুন লেগেছিল। যদিও এই বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি ব্রাঞ্জেলিনা জুটি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গত সোমবার সকালে হঠাত্ এই বাড়ির সামনে ফায়ার
সার্ভিসের কয়েকটি গাড়ি থামে। তাদের
অনেকেই
প্রস্তুতি
নিচ্ছিলেন এবং কেউ কেউ বাড়িটির ভিতরে প্রবেশ করেন। যদিও তখন বাড়িতে আগুনের শিখা বা ধোঁয়া দেখা যায়নি। তাই সত্যি সত্যিই বাড়িতে আগুন লেগেছে বা অন্য কিছু ঘটেছে
কি-না সে ব্যাপারে কেউই নিশ্চিত করে
কিছু বলতে পারছেন
না। অবশ্য প্রতিবেশিরা জানিয়েছেন যে এই বাড়িতে ফায়ার সার্ভিসের কর্মীদের আসা নতুন কিছু নয়। প্রায় ২১ বছর আগে ১.৭ মিলিয়ন ডলারের বিনিময়ে লস অ্যাঞ্জেলসের বাড়িটি
কিনেছিলেন হলিউড অভিনেতা ব্র্যাড পিট। গত
বছর দীর্ঘদিনের
প্রেমিকা অ্যাঞ্জেলিনা জোলিকে বিয়ের পর থেকে এই তারকা দম্পতি তাদের ছয় সন্তানদের নিয়ে এই বাড়িতেই আছেন। এই বাড়িটি খুবই প্রিয় পিটের। এই বাড়িতেই তিনি সংসার করেছেন
জেনিফার অ্যানিস্টনের সাথেও।