Media news - ‘ইন্দিরা গান্ধী’ হতে চান মল্লিকা

‘ইন্দিরা গান্ধী’ হতে চান মল্লিকা
খোলামেলা পোষাক পরিধানের জন্য অভিনয় জীবনে কম বিতর্কের জন্ম দেননি বলিউড অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত। অভিনয়ের জন্য তিনি যতটা প্রশংসিত হয়েছেন তার থেকে অনেক বেশি সমালোচিত হয়েছেন তার পোষাকের জন্য। সম্প্রতি এই অভিনেত্রী জানালেন তার সুপ্ত বাসনার কথা। জানালেন, ইন্দিরা গান্ধী হতে চাইছেন তিনি। নিশ্চয়ই ভাবছেন, মল্লিকা শেরাওয়াত রাজনীতির খাতায় নাম লেখালেন বুঝি! আসলে তা নয়, ইন্দিরা গান্ধীর জীবনী ছবিতে অভিনয় করতে চান তিনি।
কিন্তু হঠাত্ জীবনী ছবিতে কেন আগ্রহী হলেন জানতে চাওয়া হলে মল্লিকা বলেন, ‘আসলে জীবনী ছবিতে কাজ করা অনেক চ্যালেঞ্জিং ব্যাপার। আর অভিনয় পেশাটাই কিন্তু অনেক চ্যালেঞ্জিং। আমি সবসময়ই চেয়েছি চ্যালেঞ্জিং কাজ করতে। আর এজন্যই আমার এই আগ্রহ।’
ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করতে চাওয়ার কারণ ব্যাখ্যা করে মল্লিকা বলেন, ‘ইন্দিরা গান্ধী আমাদের আদর্শ। তার চরিত্রে কাজ করার সুযোগ আমার জন্য বিশেষ কিছু। আমি যদি কখনও সুযোগ পাই তাহলে অবশ্যই চাইবো তার চরিত্রে অভিনয় করতে।’
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts