Media news - সালমান খানের জন্য বিশেষ নিরাপত্তা

সালমান খানের জন্য বিশেষ নিরাপত্তা
বর্তমানে ‘বাজরাঙ্গি ভাইজান’ ছবির চলচ্চিত্রের শুটিং নিয়ে ব্যস্ত সালমান খান। ছবির প্রয়োজনে প্রথম বারের মতো কাশ্মীরে যাচ্ছেন তিনি। আর এজন্য সেখানে তার জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
‘বাজরাঙ্গি ভাইজান’ ছবিতে সালমানের সঙ্গে অভিনয় করছেন ক্যাটরিনা কাইফ। শুটিংয়ের জন্য তারাসহ ছবির পুরো টিম এপ্রিল থেকে মে মাসের শেষ পর্যন্ত কাশ্মীরে অবস্থান করবেন। আর প্রথমবারের মতো কাশ্মীরে অভিনয় করতে যাওয়ায় শুটিং সেটে সালমান খানের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হচ্ছে।
সেখানে সালমানের অনেক ভক্ত রয়েছে। ছবির টিম থেকে জানানো হয়েছে, প্রিয় তারকাকে দেখার জন্য হাজার হাজার ভক্ত সেখানে যেতে পারেন। এজন্য নিরাপত্তাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে।
ছবির পরিচালক কবির খান জানিয়েছেন, ‘বাজরাঙ্গি ভাইজানের ৭০ শতাংশ কাজ শেষ হয়েছে। এখন এপ্রিল ও মে মাস জুড়ে কাশ্মীরে আমাদের লম্বা শুটিং করতে হবে। এক্ষেত্রে নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দেয়া হচ্ছে।’
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts