World news - পানিতে পড়ার ১৪ ঘণ্টা পরও গাড়িতে জীবিত শিশু

পানিতে পড়ার ১৪ ঘণ্টা পরও গাড়িতে জীবিত শিশু
পানিতে পড়ে যাওয়ার ১৪ ঘণ্টা পর গাড়ি থেকে একটি জীবিত শিশুকন্যাকে উদ্ধার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের উতাহ অঙ্গরাজ্যের স্প্যানিশ ফর্ক শহরে এই ঘটনা ঘটে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবার শিশুটিকে নিয়ে তার মা লাইন জেনিফার গ্রোয়েসবেক (২৫) স্প্রিংভিল্লেতে গাড়ি চালিয়ে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। শনিবার বিকালে একজন কৃষক দুর্ঘটনা কবলিত গাড়িটি ও শিশুটিকে দেখতে পায়। তিনি পুলিশে খবর দিলে পুলিশ এসে শিশুটিতে উদ্ধার করে। দুর্ঘটনায় শিশুটির মা মারা গেছে।
পুলিশ শিশুটিকে উদ্ধার করে সল্ট লেক সিটি’র হাসাপাতালে পাঠিয়েছে। তার অবস্থা স্থিতিশীল।
তদন্তকারীরা ধারণা করছেন, গাড়িটি ব্রিজের ওপর একটি সিমেন্টের ব্যারিয়ারের সাথে ধাক্কা গেলে স্প্যানিশ ফর্ক নদীতে পড়ে যায়।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts