সংযুক্ত
আরব আমিরাতের রাজধানী আবুধাবি থেকে ওমানের রাজধানী মাসকটের উদ্দেশ্যে
আনুষ্ঠানিক যাত্রা শুরুর মধ্য দিয়ে বিশ্বের প্রথম সৌরচালিত বিমান
বিশ্বভ্রমণ শুরু করেছে। সোলার ‘ইমপালস-২’ নামের বিমানটি স্থানীয় সময় সোমবার
আবুধাবির বিমানবন্দর ত্যাগ করে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আগামী পাঁচ মাসে বিমানটি মহাদেশ থেকে মহাদেশ এবং প্রশান্ত মহাসগার ও আটলান্টিক মহাসাগরও অতিক্রম করবে।
সৌরচালিত
এই বিমানটি ছেড়ে যাওয়ার সময় পাইলটের আসনে অ্যান্ড্রে বোর্সবার্গ ছিলেন।
তিনি বান্ট্রার্ড পিক্কার্ডের সাথে দায়িত্ব ভাগাভাগি করে এই কর্তব্য পালন
করবেন।
বিশ্বভ্রমণ
করার সময় বিমানটি বিশ্বের বিভিন্ন স্থানে যাত্রাবিরতি করবে। বিশ্রাম ও
ব্যবস্থাপনার জন্য এবং এই প্রযুক্তির জন্য প্রচারণা চালানো হবে।
যাত্রার
আগে পাইলট বোর্সবার্গ বিবিসিকে বলেন, আমি আত্মবিশ্বাসী যে আমাদের এই
বিমানটি বিশেষ ধরণের এবং এটি বড় মহাসাগর পাড়ি দিতে সক্ষম।