লিবিয়ার
সিরত শহর থেকে একজন বাংলাদেশিসহ ৮ বিদেশিকে অপহরণ করেছে ইসলামি জঙ্গি
সংগঠন আইএস। ত্রিপোলির বাংলাদেশের দূতাবাস জানিয়েছে, অপহৃত বাংলাদেশির নাম
হেলাল উদ্দিন। তার বাড়ি জামালপুরে বলে জানানো হয়েছে।
শুক্রবার ওই শহরের দক্ষিণে আল ঘানি তেল ডিপো থেকে তাদের তুলে নেয়া হয়।
ত্রিপোলিতে
বাংলাদেশ দূতাবাস অপহৃত হেলাল উদ্দিনের হদিসের চেষ্টা চালাচ্ছে। কোথায়
তাকে রাখা হতে পারে সে ব্যাপারে ব্যাপক সন্ধান অব্যাহত রেখেছে। তারা তেল
কোম্পানি নোক (NOC) এবং ভোয়াস (VAOS) এর সঙ্গে যোগাযোগ করছে। বাংলাদেশের
পররাষ্ট্র মন্ত্রাণালয় এ ঘটনার ব্যাপারে ঘনিষ্টভাবে পর্যবেক্ষণ করছে।