টাইগাররা
কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার পর ভারতের সংবাদমাধ্যমগুলো অংক কষে অনুমান
করছে শেষ আটে ভারতকে হয়ত বাংলাদেশের মুখোমুখি হতে হবে। আর এতেই দুশ্চিন্তায়
পড়েছেন ভারতের ক্রিকেট কিংবদন্তী সুনিল গাভাস্কার। তার মতে, শেষ আটে
বাংলাদেশের বদলে ইংল্যান্ডকে পেলেই ভালো হতো ধোনিদের জন্য।
সোমবার অ্যাডিলেডে পুল এ-তে ইংল্যান্ডকে ১৫ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে নকআউট পর্বে ওঠা নিশ্চিত করে বাংলাদেশ।
এই
ম্যাচ শেষ হওয়ার কিছুক্ষণ পরই ভারতের এনডিটিভিকে দেয়া সাক্ষাতকারে
গাভাস্কার বলেন, 'কোয়ার্টার-ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে খেলাই ভারতের জন্য
সহজ হতো।'
আর তার এই
দুশ্চিন্তার কারণও রয়েছে যথেষ্ট। ২০০৭ সালে বিশ্বকাপে বাংলাদেশের কাছে
হেরেই গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়েছিল ভারত। ২০১২ সালের এশিয়া কাপের ফাইনালে
ওঠার পথেও ভারতকে হারিয়েছিল বাংলাদেশ।