পরিকল্পনামাফিক
ক্রিমিয়া দখল করে নেয়ার গোপন তথ্য প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট
ভ্লাদিমির পুতিন। ক্রিমিয়াকে রাশিয়ার সাথে যুক্ত করা সংক্রান্ত একটি
প্রামাণ্যচিত্রে এই তথ্য প্রকাশ করেছেন পুতিন। খবর- বিবিসির। তবে কবে নাগাদ
এই প্রামাণ্যচিত্র প্রকাশ করা হবে সে সম্পর্কে বিস্তারিত জানায়নি বিবিসি।
প্রামাণ্যচিত্রটিতে
পুতিন জানান, অস্ত্রধারীরা ক্রিমিয়ার সরকারি ভবনগুলোতে হানা দেয়ার ৪ দিন
আগেই এ উপদ্বীপ দখলের পরিকল্পনা করা হয়েছিল। রাতভর চলা একটি গোপন বৈঠক শেষে
ক্রিমিয়াকে রাশিয়ার সাথে যুক্ত করা সংক্রান্ত আদেশ দিয়েছিলেন পুতিন। গত
বছর ১৮ মার্চ আনুষ্ঠানিকভাবে রাশিয়ার সাথে একীভূত হয় ক্রিমিয়া।
তবে ক্রিমিয়ার বিচ্ছিন্নতাবাদীদের মদত দেয়ার পশ্চিমা অভিযোগ এতদিন পর্যন্ত অস্বীকার করে আসছিল রাশিয়া।
রাশিয়ার
রাষ্ট্র পরিচালিত টিভি চ্যানেল রবিবার রাতে প্রামাণ্যচিত্রটির চুম্বক
অংশগুলো প্রচার করেছে। এতেই দেখা গেছে, গত বছর ২২ ফেব্রুয়ারিতে রাতব্যাপী
বৈঠক ডেকে ‘ক্রিমিয়াকে রাশিয়ার ফিরিয়ে আনার’ জন্য কাজ শুরুর নির্দেশ দেন
তিনি। ২২ এবং ২৩ ফেব্রুয়ারি রাতের সেই বৈঠকে পুতিনকে রাশিয়ার বিশেষ বাহিনী
এবং প্রতিরক্ষা বাহিনীর প্রধানদের সঙ্গে আলোচনা করতে দেখা যায়।
২২
ফেব্রুয়ারির চারদিন পর ২৭ ফেব্রুয়ারিতে সশস্ত্র বন্দুকধারীরা ক্রিমিয়ার
স্থানীয় পার্লামেন্ট এবং সরকারি ভবনগুলো দখল করে রাশিয়ার পতাকা ওড়ায়।
এরপর
পুতিন ক্রিমিয়াকে রাশিয়ার অন্তর্ভুক্ত করে নেয়ার বিলে সই করার দুইদিনের
মাথায় ১৬ মার্চ আন্তর্জাতিক নিন্দা উপেক্ষা করে ক্রিমিয়ার ভবিষ্যৎ
নির্ধারণী গণভোট অনুষ্ঠিত হয়।
এ ভোটের পরই ১৮ মার্চ অনুষ্ঠানিকভাবে রাশিয়ার অন্তর্ভুক্ত হয় ক্রিমিয়া।