ত্রয়ী খান- শাহরুখ, সালমান, আমির এবার একসাথে, একই ফ্রেমে বন্দি হতে
চলেছেন। সম্প্রতি একটি দৈনিকে এক সাক্ষাৎকারে চলচ্চিত্র পরিচালক ফারাহ খান
বিষয়টি নিশ্চিত করে বলেন, বলিউডের এই ত্রয়ীকে একসাথে পাওয়া সবচেয়ে কঠিন
বিষয়।
ঘটনাচক্রে ফারাহ খান এই তিন খানেরই ভাল বন্ধু।
সাক্ষাৎকারে তিনি বলেন, একমাত্র সৃষ্টিকর্তাই পারেন এই তিনজনকে একই ফ্রেমে
আনতে। আট বছর আগে 'ওম-শান্তি-ওম' সিনেমায় ফারাহ এই তিন খানকে একসাথে একই
ফ্রেমে আনার চেষ্টা করেছিলেন। সালমান থাকলেও সিনেমার আইটেম নাম্বারে ছিলেন
না আমির। তবে তিনি আশা ছাড়েননি। খুব তাড়াতাড়িই তিন খানকে একই ফ্রেমে নিয়ে
আসা যাবে বলে তিনি আশাবাদী।
ফারাহ খান বলেন, এটা মিশন ইমপসিবল' হলেও আমি এটা "মিশন সাকসেস' করব।