ভারতের
পাঞ্জাব রাজ্যের লুধিয়ানায় চলন্ত গাড়িতে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
রাস্তা থেকে তাকে গাড়িতে তুলে নিয়ে এই ঘটনা ঘটান দুর্বত্তরা।
পুলিশ
কমিশনার প্রমোদ বানের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, ঐ তরুণী অর্থদাতা
অতিথি হিসেবে রাজগুরু নগরে একটি পরিবারের সঙ্গে থাকতেন। রবিবার ভোররাতে এক
বান্ধবীর বাসা থেকে ফেরার পথে হঠাত্ একটি গাড়ি এসে তার পাশে থামে। এরপর
তাকে জোর করে তুলে নিয়ে যায়। তরুণীর ভাষ্য মতে, গাড়িতে তিনজন ছিল। এর মধ্যে দুজন তাকে ধর্ষণ করেছে। পরে অন্যত্র তাকে ফেলে পালিয়ে যায় দুর্বত্তরা।