Lifestyle news - নোটিশ বোর্ড

প্রশিক্ষণ
রেডিয়েন্ট
দুই বা চার মাস মেয়াদি নানা প্রশিক্ষণের আয়োজন করেছে রেডিয়েন্ট ইনস্টিটিউট অব ডিজাইন। ফ্যাশন ডিজাইন, অন্দরসজ্জা, গ্রাফিক ডিজাইনসহ নানা বিষয়ে ভর্তি চলছে।
ফোন: ০১৬৭১৭৫৯৪৭৯।
ইনোভেটিভ ডিজাইন
ঢাকার বনানীতে ইনস্টিটিউট অব ইনোভেটিভ ডিজাইনে চলছে নানা বিষয়ে প্রশিক্ষণ। অন্দরসাজ, ইকেবানা, কাচ সাজানো প্রভৃতি বিষয়ে ভর্তি চলছে। ফোন: ০১৭৩৩৯৬৯৬৪৪।
সৌন্দর্যচর্চাঢাকার ধানমন্ডি ২৭ নম্বর সড়কে চালু হলো ‘পিংক হেয়ার অ্যান্ড বিউটি কেয়ার’। কনে সাজ, চুল কাটা, ত্বকের যত্নসহ নানা সেবা পাওয়া যাবে এখানে।
বিয়ের ছবিবিয়ের ছবি তোলা ও ফটোবুক তৈরিতে ছাড় দিচ্ছে ওয়েডিং বাংলাদেশ। ওয়েবসাইট: www.weddingbangladesh.orgছেলেদের শার্টগরমে আরামদায়ক শার্ট এনেছে মেনজ ক্লাব। কলার ও হাতার নকশায় আছে বৈচিত্র্য।
ওয়েবসাইট: www.menzklub.net
. 
নতুন রেস্তোরাঁ
রাস্তা থেকেই দৃষ্টি কাড়বে বাড়িটি। সামনের দিকে বসন্তের পাতা ঝরা একটি গাছ। আগাগোড়াই রঙিন কাগজ আর আলোয় ঝলমল করছে। ঢাকার বনানীর ৬০, কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের নিচতলা। পুরোটা জুড়েই লক্ষ্ণৌ রেস্তোরাঁ। বেঙ্গল এক্সপ্রেসের তত্ত্বাবধানে ৬ মার্চ থেকে যাত্রা শুরু হয়েছে রেঁস্তোরাটির।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জিনাত চৌধুরী বলেন, ‘আমরা চাইছি খাদ্যরসিকদের মোগল খাবারের আসল স্বাদ দিতে। এটি এ রেস্তোরাঁয় এলেই তাঁরা বুঝতে পারবেন। এখানে রান্নার জন্য অভিজ্ঞ শেফদের বেছে বেছে নেওয়া হয়েছে।’
পুরো রেস্তোরাঁর ভেতরটি নানা চিত্রকর্ম আর নকশায় সাজানো। আছে ছোট পার্টি আর সম্মেলনের জায়গা। এক অংশে বাঁশের বেড়ার মধ্যে চেয়ার-টেবিল সাজানো। আড্ডা হতে পারে সেখানেও। নানা ধরনের কাবাবের মধ্যে আছে গোলটি, কাকরি, পাসিন্দা, ওড়নি, শিক প্রভৃতি। আছে বটি কাবাব, কোরমা, ভুনাসহ বিভিন্ন পদ। শাক ও খাসির মাংসে তৈরি বিশেষ এক বিরিয়ানিও থাকছে। একসঙ্গে ১০০ জনের খাওয়ার যাবে এ রেস্তোরাঁয়। ঢাকার গুলশান, বনানী ও বারিধারায় বসবাসকারীরা চাইলে হোম ডেলিভারিও নিতে পারবেন। যোগাযোগ: ৯৮৯৪৩০৩।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts