প্রথমবারের
মত বাগদাদের মেয়র পদে একজন নারীর নাম ঘোষণা করা হল। দেশটিতে ব্যাপক
দূর্নীতি ও সহিংসতার মধ্যে সরকারের একজন মুখপাত্র শনিবার এই খবর নিশ্চিত
করেছেন। জেকরা আলওয়াচ পেশায় একজন সিভিল ইঞ্জিনিয়ার। এর আগে তিনি উচ্চশিক্ষা
মন্ত্রণালয়ের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বাগদাদের
সবচে গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে থেকে তিনি সরাসরি প্রধানমন্ত্রীর কাছে
রিপোর্ট করবেন এবং পদাধিকার বলে মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত থাকবেন। রবিবার
থেকে তিনি কাজে যোগদান করবেন।
রাজধানী শহর বাগদাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদ মেয়র। এর আগে ইরাকের এমন গুরুত্বপূর্ণ পদে কোনো নারীকে দায়িত্ব দেয়া হয় নি।