World news - ৪০০০ ফুট উচ্চতা থেকে পড়েও জীবিত



৪০০০ ফুট উচ্চতা থেকে পড়েও জীবিত
 
শ্রীলঙ্কায় বেড়েতে এসে প্রায় দুই কিলোমিটার উঁচু পর্বত থেকে পড়ে গিয়ে অবিশ্বাস্যভাবে বেঁচে ফিরলেন নেদারল্যান্ডসের এক নাগরিক। শ্রীলঙ্কার জাতীয় উদ্যানে মধুচন্দ্রিমায় গিয়েছিলেন এক ডাচ দম্পতি। 'পৃথিবীর শেষ প্রান্ত' নামে পরিচিত গিরিখাতে দাঁড়িয় স্ত্রীর ছবি তুলতে গিয়েই তিনি পা ফসকে পড়ে যান ৩৫ বছর বয়সী মামিথো লেন্ডাস। অবিশ্বাস্যভাবে প্রায় ৫০ মিটার নিচে একটি গাছে আটকে যান তিনি। সেখান থেকেই সাড়ে তিন ঘণ্টা চেষ্টার পর তাকে উদ্ধার করে শ্রীলঙ্কার সেনাবাহিনী। অল্প আঘাত নিয়ে তাকে হাসপাতালে নেয়া হলেও কিছুক্ষণ পরই ছেড়ে দেয়া হয় তাকে।
 
 
উদ্ধারের পর প্রতিক্রিয়ায় মামিথো লেন্ডাস বলেন, 'পুরো ব্যাপারটাই ছিল খুব যন্ত্রণাদায়ক ও ভয়াবহ। ছবি তোলার সময় একটি ভুল পদক্ষেপের কারণেই আমি পেছন দিকে পড়ে যাই। এসময় একটি গাছের সাথে আটকে যাই আমি। উদ্ধার হওয়ার সময়টা ছিল আমার জীবনের দীর্ঘতম সাড়ে তিন ঘণ্টা
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts