পশ্চিমবঙ্গের
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঢাকা থেকে ফেরার সময়ে কলকাতা
বিমানবন্দরে গ্রেফতার হয়েছেন তার সফরসঙ্গী শিবাজী পাঁজা। শনিবার রাতে মমতা ও
তার কলকাতায় পৌঁছানোর পর অভিবাসন দপ্তর তাকে গ্রেফতার করে। খবর: বিবিসির।
আর্থিক অপরাধের অভিযোগে দিল্লি পুলিশ ব্যবসায়ী শিবাজী পাঁজার নামে লুক আউট নোটিস জারি করেছিল।
পুলিশ
সূত্রে বলা হচ্ছে, দিল্লির কালকাজী থানায় পাঁজার বিরুদ্ধে কিছু অর্থনৈতিক
অপরাধের অভিযোগ আছে, যার ভিত্তিতে ঐ লুক আউট নোটিস জারি হয়েছে।
ভারতীয় দন্ডবিধির চারটি ধারায় তার বিরুদ্ধে জালিয়াতি ও ষড়যন্ত্রের মামলা রয়েছে।
অভিবাসন
দপ্তরের সূত্রগুলি বলছে, ১৯ ফেব্রুয়ারি দিল্লি পুলিশ ঐ লুক আউট নোটিস
পাঠিয়েছিল, কিন্তু তার আগেই মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে শিবাজী পাঁজা ঢাকা
চলে গিয়েছিলেন। শনিবার রাতে কলকাতা বিমানবন্দরে নামার পরে পাসপোর্ট
পরীক্ষার সময়ে লুক আউট নোটিস দেখা যায়।
দিল্লি পুলিশ ঠিক কী আর্থিক অপরাধের জন্য মি. পাঁজার বিরুদ্ধে লুক আউট নোটস জারি করেছে, সেটা এখনও স্পষ্ট নয়।
তবে
তাকে গ্রেফতারের পরেই দিল্লি পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সেখান থেকে
একটি বিশেষ দল কলকাতায় আসছে বলে পশ্চিমবঙ্গ পুলিশ জানিয়েছে।
গ্রেফতার হওয়ার পরে পাঁজা অসুস্থ হয়ে পগেছিলেন বলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আজ ব্যারাকপুর আদালতে হাজির করানো হবে।