World news - সিরিয়ায় প্রবেশ করলো তুর্কি সেনা

সিরিয়ায় প্রবেশ করলো তুর্কি সেনা
 
সিরিয়ায় সাঁজোয়া যান নিয়ে শতাধিক তুর্কি সেনা  প্রবেশ করেছে। সিরিয়ার উত্তরাঞ্চলে ওসমানীয় সাম্রাজ্যের নিদর্শন একটি সমাধি সৌধ খালি করতে তুর্কি সেনারা প্রবেশ করেছে বলে খবরে জানিয়েছে বিবিসি ও আলজাজিরা। তুরস্কের প্রধানমন্ত্রী আহমেত দাভুতোগলু সেনা অভিযানের কারণ হিসবে বলেছেন, সমাধিসৌধটি থেকে সুলেমান শাহ এর দেহাবশেষ সিরিয়া-তুরস্ক সীমান্তের কাছের কোন যায়গায় সরিয়ে নিতে সেনা পাঠানো হয়েছে।
তুর্কি সেনা প্রবেশের প্রতিক্রিয়ায় দামেস্ক জানিয়েছে, 'সেনা প্রবেশের বিষয়ে আমাদের জানানো হলেও, তারা আমাদের সম্মতি নেয়নি।'
তুরস্কের প্রধানমন্ত্রী বলেছেন, সমাধিসৌধটি যেন ইসলামিক স্টেট (আই এস) জঙ্গিরা নিজেরদের কাজে লাগাতে না পারে সে কারণে তা ধ্বংস করে দিয়েছে সেনারা। তুরস্ক সমাধিস্থলটিকে স্বাধীন এলাকা হিসেবে মনে করলেও সিরিয়া একে 'আগ্রাসন' হিসবে আখ্যায়িত করেছে।
সুলেমান শাহ এর জীবনকাল ছিল ১১৭৮ থেকে ১২৩৬ খ্রিষ্টাব্দ। তিনি ওসমানীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা প্রথম ওসমানের পিতামহ।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts