World news - এক সাবানের মূল্য ১২ লাখ টাকা!


এক সাবানের মূল্য ১২ লাখ টাকা!
একটি সাবানের দাম আকৃতি ভেদে ৮ টাকা থেকে শুরু করে পাঁচ হাজার থেকে দশ হাজার টাকা পর্যন্ত হতে পারে। কিন্তু যুক্তরাষ্ট্রে নিলামে একটি সাবানের দাম উঠেছে প্রায় ১২ লাখ টাকা।
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, তিনি একটি সাবান বিক্রির জন্য নিলামের ব্যবস্থা করেছেন। সোয়ামস্কটের এই  কর্মকর্তা মাইক সিরিনো জানান, এই সাবানটি ছয় বছর আগে পর্তুগীজের একটি হোটেলে তার জন্মদিনের অনুষ্ঠানে উপহার হিসাবে পেয়েছিলেন। তবে সাবানটির দাম হাঁকানোর কারণ আছে বৈকি। সাবানের ভেতর একটি মুক্তা পাওয়া গেছে। পুলিশ কর্মকর্তা জানান, ‘প্রথমে আমরা মনে করেছিলাম, এটি কেবলই একটা পাথর। কিন্তু আমার স্ত্রী সেটা বিশ্বাস করতে পারছিলেন না। পরে সেটি পরীক্ষা করা হয় এবং সমপ্রতি মেয়ের জুয়েলারী বাক্সে রাখা হয়। আর কয়েকদিন আগে আমি স্ত্রীক জিজ্ঞাসা করলাম, মুক্তা দিয়ে তৈরি সাবানটি কোথায়? কারণ এধরনের একটি মুক্তা কি নিলামে ৩৯ হাজার ৫শ’ ডলারে (বাংলাদেশি টাকায় প্রায় ৩১ লাখ টাকা) বিক্রি হয়েছে’! - ইউপিআই
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts