পুলিশের কাজের অভাব নেই। কিন্তু এত কাজের মধ্যেও তারা ঠান্ডার রানীকে
খুঁজে বেড়াচ্ছে। যুক্তরাষ্ট্রের কেনটাকির পুলিশ এই দায়িত্বটি পালন করছে।
যতোই শীত আসুক ঠান্ডার রাণীকে কিছু করতে পারবেনা। কিন্তু সেই রানীর
বিরুদ্ধে এবার উঠে পড়ে লেগেছে পুলিশ। পলাতক এই ঠান্ডার রানীর বিরুদ্ধে
গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। জনগণের জন্য তিনি হুমকি বলে
সবাইকে সতর্ক করেছে পুলিশ। তবে এর সবটাই কিন্তু কৌতুক! কেনটাকির হারলান
শহরের শিশুরা যাতে ঠান্ডার মধ্যে বাইরে বের না হয় সেই বিষয়ে সতর্ক করতেই এই
কৌতুকের সৃষ্টি করেছে পুলিশ। পুলিশের ফেসবুক পেজে বলা হয়েছে, ‘সন্দেহভাজন
একজন নারী এবং সমপ্রতি তাকে নীল রংয়ের পোশাকে দেখা গেছে। বর্তমান দুর্যোগে
সে খুবই ভয়ঙ্কর’। এর পাশেই আবার বলা হয়েছে, বাসিন্দাদের আবহাওয়ার দুর্যোগ
সম্পর্কে সচেতন হতে হবে।