World news - আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের বিল মার্কিন কংগ্রেসে


যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে নির্বাচিত মার্কিন কংগ্রেসওম্যান গ্রেস মেং জানিয়েছেন, বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে জাতীয়ভাবে পালনের জন্য তিনি মার্কিন কংগ্রেসে একটি বিল তুলেছেন। সেই বিল পাসের জন্য তিনি কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, বিলটি অচিরেই পাস হওয়ার সম্ভাবনা রয়েছে।
স্থানীয় সময় শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের সানিসাইডের একটি কমিউনিটি সেন্টারে প্রবাসের ছাতা সংগঠন বাংলাদেশ সোসাইটি আয়োজিত অমর একুশের অনুষ্ঠানে একথা জানান গ্রেস মেং।
এ প্রসঙ্গে তিনি বলেন, নিউইয়র্কে বাংলাদেশিরা একটি অগ্রসরমান শ্রেণি। তাছাড়া বিশ্বে বাংলা ভাষা একটি সুদৃঢ় অবস্থান করে নিয়েছে। সেই গুরুত্ব অনুধাবন করে আমি কংগ্রেসে বিলটি উত্থাপন করেছি।
অনুষ্ঠানে গ্রেস মেং বিলটির সারমর্ম বাংলাদেশ সোসাইটির কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেন। এই বিল উত্থাপন করেন মার্কিন কংগ্রেসে পররাষ্ট্র বিষয়ক কমিটির সদস্য ডেমক্রেটদলীয় গ্রেস মেং। এই বিলটি ভোটে যাওয়ার আগে প্রতিনিধি পরিষদে পররাষ্ট্র বিষয়ক কমিটির অনুমোদন লাগবে। মেং আশা করছেন, শিগগিরই তা ভোটে যাবে এবং সব সদস্যের অনুমোদনও পাবে।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts