Entertainment news - মল্লিকার বিপরীতে অভিনয়ের প্রস্তাব দেয়া হয়েছিল কেজরিওয়ালকে

মল্লিকার বিপরীতে অভিনয়ের প্রস্তাব দেয়া হয়েছিল কেজরিওয়ালকে
 
'ডার্টি পলিটিক্স' ছবিতে মল্লিকা শেরাওয়াতের বিপরীতে আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়ালকে অভিনয়ের প্রস্তাব দেয়া হয়েছিল।
ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল ছবি নির্মাতাদের পক্ষ থেকে। এর আগের মেয়াদে কেজরিওয়াল যখন ৪৯ দিন দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন তখন এই প্রস্তাব দেয়া হয়েছিল। তবে সে প্রস্তাবে নাকি রাজি হননি অরবিন্দ কেজরিওয়াল।
কেসি বোকাডিয়ার এই ছবি নিয়ে বিতর্ক কম হয়নি। ভারতের জাতীয় পতাকা জড়ানো মল্লিকা শেরাওয়াতের যে পোস্টারটি বানানো হয়েছিল তা নিয়েই চরম সমালোচনার মধ্যে পড়তে হয় ছবি নির্মাতাদের। এই ছবিতে মল্লিকার পাশাপাশি ওম পুরী, আশুতোষ রানা, অনুপম খের, নাসিরুদ্দিন শাহ, জ্যাকি শ্রফ অভিনয় করেছেন।
যে চরিত্রটি নাসিরুদ্দিন শাহ করছেন সেই চরিত্রটির জন্য প্রথমে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে প্রস্তাব দেওয়া হয়েছিল। ডার্টি পলিটিক্সের পরিচালক কে সি বোকাডিয়ার কথায়, 'হ্যাঁ, খবরটি সত্য। এই ছবিতে অরবিন্দ কেজরিওয়ালকে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু উনি সময় দিতে না পারায় তা সম্ভব হয়নি। যদিও আমাদের ছবির জন্য শুভেচ্ছা জানিয়েছেন তিনি। এর পরই আমরা নাসিরুদ্দিন শাহ এর কাছে অভিনয়ের প্রস্তাব রাখি।'
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts