Sports news - দাপুটে জয় ভারতের


দাপুটে জয় ভারতের
দক্ষিণ আফ্রিকাকে ১৩০ রানে হারিয়েছে ভারত। ৫০ ওভারে ৭ উইকেটে ভারত সংগ্রহ করে ৩০৭ রান। জবাবে ৪০ ওভার ২ বলে ১৭৭ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। বড় রানের টার্গেটে প্রথম থেকেই সতর্কতার সাথে ব্যাট করতে থাকে আফ্রিকানরা। যখনই রানের চাকা সচল হতে থাকে তখনই একেকটি ধাক্কা এসে তাদের নড়বড়ে করে দেয়। আর আফ্রিকানদের দাবড়ে বড় জয় পেল ভারত। এ নিয়ে পরপর দু’টি ম্যাচে জয় লাভ করলো ধোনির দল। ১৩৭ রান করে ভারতের শিখর ধাওয়ান ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হন। দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের বেহিসেবী ব্যাটিং আর অযথা রান আউটের ফলে ভারতের কাছে প্রথম হার এড়াতে পারেনি তারা।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে ভারত বড় রান সংগ্রহ করে। শিখর ধাওয়ান ও আজিঙ্কা রাহানের সাবলীল ব্যাটিং ভারতের বড় সংগ্রহের ভিত্তি গড়ে দেয়। ১৪৬ বলে ১৩৭ রান করার পর পারনেলের বলে কট আউট হন ধাওয়ান। উদ্বোধনী ব্যাটসম্যান শিখর ১২২ বলে সেঞ্চুরি করেন। রাহানে অর্ধশতক পূরণ করেন ৪১ বলে। ৭৯ রানে এসে এলবিডাব্লিউয়ের ফাঁদে পড়েন তিনি।
এদিকে, প্রথম উইকেট রোহিত শর্মার পতনের পর ভারতের রান সংগ্রহের গতি কিছুটা কমে যায়। পরে ধাওয়ান ও কোহলি হাল ধরে ভালো অবস্থানে নিয়ে যেতে থাকেন। কোহলির আউটের পর ব্যাট করতে নামেন আজিঙ্কা রাহানে। ৪৬ রানে ইমরানের বলে কট আউট হন বিরাট কোহলি। শেষে মরকেলের বলে কট আউট হন সুরেশ রায়না। তিনি ৬ রান করেন। অধিনায়ক এমএস ধোনি ব্যাট করতে নেমে তেমন একটা সুবিধা করতে পারেন নি। তিনি ১৮ রান করেন। ৩য় ওভারে এবি ডি ভিলিয়ার্সের সরাসরি থ্রোয়ে রান আউট হয়ে যান রোহিত শর্মা। 
অপরদিকে দক্ষিণ আফ্রিকা তেমন দাঁড়াতে পারলো না এই ম্যাচে। প্রথমে উদ্বোধনী ব্যাটসম্যান কুইন্টন ডি কক ব্যক্তিগত ৭ রানে ৩.৩ ওভারে সামির বলে কট আউট হন। দলের ৪০ রানের মাথায় মোহিত শর্মার বলে হাশিম আমলা ২২ রান করে কট আউট হন। ২৩ ওভারে ১০৮ রানের মাথায় অধিনায়ক এবিডি ভিলিয়ার্স ৩০ রান করে রান আউট হন। অন্যদিকে, ২৮.১ ওভারে ৫৫ রান করে মোহিত শর্মার বলে কট আউট হয়ে সাজঘরে ফিরে যান ফাফ ডু প্লেসিস । ৩১.৩ ওভারে দলীয় রান ১৪৭। আর সেই সময় ৫ উকেটের পতন। ৫ম উইকেটটি পল ডুমিনির। তিনি ৬ রান করে কট আউট হন।  ৩৩ ওভারের ৪র্থ বলে রান আউট হন মিলার ২২ রান করে ।  একই ওভারের শেষ বলে  এলবিডাব্লিউ হয়ে শূন্য রানে আউট হন ফিলেন্ডার। ৩৭.২ ওভারে ২ রান করে আউট হন মরকেল। এই তিনটি উইকেট নেন অশ্বিন। 
রবিবার  বাংলাদেশ সময় সকাল সাড়ে নয়টায় খেলা শুরু হয়। এর আগে পাকিস্তানের বিপক্ষে ৭৬ রানের জয় পায় দুই বারের শিরোপাধারী ভারত। অপরদিকে দক্ষিণ আফ্রিকা ৬২ রানে জিম্বাবুয়েকে হারায়।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts