Media news - জননী

জননী
দীর্ঘদিন মিডিয়া থেকে ডুব মেরেই নিমগ্ন ছিলেন স্বামী-সংসার নিয়ে। অবশেষে একমাত্র কন্যা আরিশার জন্মদিনেই মিডিয়ার কিছু ঘনিষ্ঠজনদের নিয়ে বসলেন আড্ডায়। শোবিজ বা অভিনয় ঘোষণা দিয়েই ছেড়েছেন। তবে আবারও নতুন করে অভিনয় নিয়ে পর্দায় আসবেন কি-না সে প্রশ্নে শুধু একগাল হাসিই উড়িয়েছেন। সম্প্রতি অনুষ্ঠিত সেই ঘরোয়া আসরেই কন্যাকে কোলে নিয়ে ছবিতে পোজ দিলেন। পেছনের ঝাপসা হাসিমুখটি তার স্বামীর। ছবিটি তুলেছেন জাকির হোসেন।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts