Media news - ফাঁস হয়ে গেল ‘ব্যাটসম্যান ভার্সেস সুপারম্যান’ ছবির ট্রেলার

ফাঁস হয়ে গেল ‘ব্যাটসম্যান ভার্সেস সুপারম্যান’ ছবির ট্রেলার
প্রিমিয়ারের আগেই ফাঁস হয়ে গেল ‘ব্যাটসম্যান ভার্সেস সুপারম্যান :ডন অব জাস্টিস’ ছবির ট্রেলার। অনলাইনে ফাঁস হয়ে যায় ছবিটির ট্রেলার। এ কারণে বাধ্য হয়ে প্রিমিয়ারের আগেই ছবিটির ট্রেলার প্রকাশ করা হয়। এই বিষয়টি নিয়ে ছবির পরিচালক জ্যাক সিন্ডার ট্রেলারটি টুইট করেন এবং তিনি হ্যাসট্যাগ ব্যবহার করে লেখেন ‘নট পাইরেটেড’। মোবাইল ক্যামেরায় ট্রেলারটি ধারণ করা হয়েছে। আজ আইম্যাক্স থিয়েটারে অফিশিয়াল ট্রেলারের প্রিমিয়ারের কথা ছিল। কিন্তু পাইরেসির কারণে শুক্রবার ট্রেলার প্রকাশ করা হয়। তবে আইম্যাক্সে আলাদা কিছু ফুটেজ দেখা যাবে। তা হতে যাচ্ছে ভক্তদের জন্য বড় চমক। জ্যাক সিন্ডার ও ডেভিড এস গোয়ার গল্প থেকে ‘ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান’-এর চিত্রনাট্য লিখেছেন ক্রিস টেরিও। ওয়ার্নার ব্রসের চলচ্চিত্রটি যুক্তরাষ্ট্রে মুক্তি পাবে আগামী বছরের ২৫ মার্চ।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts