Media news - আবারো নগ্ন ছবি ফাঁস

আবারো নগ্ন ছবি ফাঁস
দ্বিতীয়বারের মতো ব্রিটিশ মডেল ও অভিনেত্রী কেলি ব্রুক-এর নগ্ন ছবি ছড়িয়ে পড়েছে অনলাইনে। অনলাইনে তার ব্যক্তিগত অ্যাকাউন্ট হ্যাক করে এসব ছবি ছাড়া হয়েছে। মাস ছয়েক আগের ৩৪ টি ছবির পর এবার তার ২৪ টি ছবি ফাঁস হল।
 
গত বছর জেনিফার লরেন্স, সেলেনা গোমেজ, কেট আপটনসহ শতাধিক তারকার নগ্ন ছবি আই-ক্লাউড হ্যাক করে ফাঁস করা হয়, তার মধ্যে কেলি ব্রুকের ছবিও ছিল।
 
গত বছর আইফোনে তোলা ছবিগুলোতে ৩৫ বছর বয়সী এই অভিনেত্রীর ঊর্ধ্বাঙ্গ উন্মুক্ত ছিল। আর এবার ফাঁস হওয়া ছবিগুলোতে তাকে পুরোপুরি নগ্ন অবস্থায় দেখা যাচ্ছে।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts