Media news - মাহীর পর জলিকে নিয়ে নতুন বাজি!

মাহীর পর জলিকে নিয়ে নতুন বাজি!
একেবারে ফ্রেশ লুক থেকে তারকা হিসেবে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে মাহীর ক্যারিয়ারে আজীবন গডফাদার হিসেবে থাকবে জাজ মাল্টিমিডিয়া। যদিও মাহী জাজকে গডফাদার না বরং পরিচয় দেন নিজের বাবা-মা হিসেবেই। প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে অনেক সুনাম-দুর্নাম, তর্ক-বিতর্কের পথ পেরিয়ে টিকে থেকেই আজ প্রমাণ করেছে চলচ্চিত্রের জন্য প্রাণান্ত হয়েই কাজ করতে এসেছেন তারা। মাহীর ক্যারিয়ার উজ্জ্বল হবার সাথে সাথে প্রতিষ্ঠানটিও বড় হয়েছে সমানতালেই। যদিও জাজ মাল্টিমিডিয়ার এই কালক্রমে প্রতিষ্ঠানটির আরেক অংশীদার শীষ মনোয়ার আজ নেই। বর্তমানে প্রতিষ্ঠানটি দেখাশোনা করছেন আব্দুল আজিজ। গতকাল পাঁচ তারা হোটেলে প্রতিষ্ঠানটি মাহীর পর নতুন কোনো ফ্রেশ লুক দর্শকদের সামনে পরিচয় করে দিলো। নতুন এই ছবির নাম ‘প্রেমী ও প্রেমী’। আর নায়িকার নাম জলি। যদিও গতকাল দু’জন নায়িকার পরিচয় অনুষ্ঠান ঘটে। কিন্তু অপর নায়িকা নুসরাত ফারিয়া মিডিয়ার বহুল প্রচারিত ও চর্চিত মুখ। বরং ফিল্ম ক্যারিয়ারকে প্রাধান্য দিতে গিয়ে সম্প্রতি তিনি টিভি উপস্থাপনা কমিয়ে দিয়েছেন। এছাড়া রেদওয়ান রনি’র একটি ছবির ঘোষিত নায়িকা হিসেবে খবরে এসেছেন আগে। রনি’র ছবিটি নির্মাতার ব্যর্থতায় হবে কি-না তার নিশ্চয়তা মিডিয়া দিতে পারে না।
 
তাই ফ্রেশ লুক হিসেবে জলি কাজ করবেন যৌথভাবে বাংলাদেশের আব্দুল আজিজ ও কলকাতার নির্মাতা অশোক ধানুকার নির্দেশনায়। গতকাল বেশ জমকালোভাবেই এই দুই নায়িকার আত্মপ্রকাশ অনুষ্ঠান হয়। প্রযোজনা প্রতিষ্ঠানের প্রত্যাশা মাহী’র মতোই জলিকেও তারা বাজি ধরেই সুপ্রতিষ্ঠিত করবে এই ইন্ডাষ্ট্রিতে। সেই হিসেবে নতুন আরেক নায়িকা পেতে যাচ্ছে ঢালিউড ইন্ডাষ্ট্রি।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts