Media news - দায়িত্বশীল মা ঐশ্বরিয়া

দায়িত্বশীল মা ঐশ্বরিয়া
মেয়ে আরাধ্যর জন্যই দীর্ঘদিন ক্যামেরার সামনে দাঁড়াননি বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। আরাধ্য এখন স্কুলে ভর্তি হয়েছে। ঐশ্বরিয়াও তাই নতুন ছবির কাজ শুরু করেছেন। তবে শুটিং ব্যস্ততা তার দায়িত্ব পালনের কোনো ক্ষতি করতে পারেনি। শুটিংয়ের ফাঁকে যখনই সময় পাচ্ছেন মেয়েকে সময় দিচ্ছেন তিনি।
২০১০ সালে ‘গুজারিশ’ ছবির পর নতুন কোনো ছবির কাজ হাতে নিয়েছেন অ্যাশ। সঞ্জয় গুপ্তের পরিচালনায় এই ছবিটির নাম ‘জাবজা’। বর্তমানে নতুন ছবির কাজ নিয়েই ব্যস্ত সময় পার করছেন তিনি। কিন্তু তার ব্যস্ততার প্রভাব যেন মেয়েকে এতটুকু স্পর্শ না করে সে ব্যাপারে ঐশ্বরিয়া বরাবরই যত্নশীল।
এ প্রসঙ্গে ঐশ্বরিয়া বলেন, ‘মেয়েকে সময় দেয়ার জন্য বাড়িতেই আমি মেকআপ গ্রহণ করি। তারপর ওকে স্কুলে দিয়ে আমি শুটিং স্পটে আসি। শুটিংয়ের ফাঁকে বিরতিতে নিজেই গাড়ি চালিয়ে মেয়ের স্কুলে যাই। ওকে বাড়িতে পৌঁছে দিয়ে আবারও কাজে ফিরে আসি। এখন এভাবেই চলছে আমার দিনকাল।’
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts