Media news - ইমির হিসেব-নিকেশ


ইমির হিসেব-নিকেশ
 
চ্যানেল সংখ্যা বৃদ্ধির সাথে সাথে এখন তারকাদের ব্যস্ততাও বেড়েছে। তারকাদের এখন যেন দম ফেলার সময়টুকুও নেই। আর এই ব্যস্ততার কারণে তারকারাও অনেক সময় হাঁপিয়ে ওঠেন। তাই অতিরিক্ত ব্যস্ততা একেবারেই পছন্দ করেন না মডেল-অভিনেত্রী শাবনাজ সাদিয়া ইমি।
 
ইমি বলেন, ‘গত সপ্তাহটা এত ব্যস্ততায় কেটেছে যে কি বলবো! আমি এত ব্যস্ত থাকতে চাই না। আর এজন্যই আমি কখনোই একসাথে খুব বেশি কাজ করি না। কাজের পাশাপাশি আমার নিজস্ব একটি দুনিয়া আছে। যেখানে আমার পরিবারের সদস্যরা আছেন। কাজের পাশাপাশি আমি আমার পরিবারকেও সমায় দিতে চাই।’ ইমি যে খুব বেশি কাজ করেন না তার আরও একটি কারণ আছে। আর তা হচ্ছে কাজের
 
মান ঠিক রাখা। ইমির কথায়, ‘অতিরিক্ত কাজ করলে শারীরিক তো বটেই মানসিকভাবেও ভালো থাকা যায় না যার প্রভাব কাজের ওপরেও বর্তায়। আমি ভালো কাজ করতে চাই। সব সময়ই আমি চাই, যে কাজই করি না কেন তা যেন ভালো করে করতে পারি।’
 
ছোটপর্দার তারকাদের অনেকেই এখন বড়পর্দার দিকে ছুটছেন। কিন্তু এই বিষয়েও বেশ ব্যতিক্রম ইমি। তিনি বলেন, ‘বড়পর্দায় কাজ করতে যথেষ্ট প্রস্তুতি থাকা লাগে। এখন সবাই চলচ্চিত্রের পেছনে ছুটছেন। যোগ্যরাও ছুটছেন, অযোগ্যরাও ছুটছেন। আমার কাছেও অনেকে চলচ্চিত্রের প্রস্তাব নিয়ে এসেছেন। কিন্তু আমি সবাইকে বিনয়ের সাথে ফিরিয়ে দিয়েছি! আপাতত চলচ্চিত্রে কাজ করার ইচ্ছা নেই। তবে যদি এমন কোনো গল্প-চরিত্র পাই যা ফিরিয়ে দেয়ার সাধ্য আমার নেই, তাহলে হয়তো আমাকেও দেখা যাবে বড়পর্দায়।’
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts