চলচ্চিত্রের
নায়িকা পরিচিতির অনুষ্ঠানের ক্ষেত্রে এমন জমকালো আয়োজন কমই হয়েছে। তাই
শুরুর বার্তাই জানিয়ে দিচ্ছে বড়োসড়ো কিছুই হতে চলেছে। একাধিক চ্যানেলের ও
এফএম স্টেশনের উপস্থাপক-আরজে, মডেল এবারে তার পরিচয়ে আরও একটি পালক যোগ
করলেন।
ছোটপর্দায় বহুল
প্রচারিত এই নবাগত চলচ্চিত্র নায়িকার নাম নুসরাত ফারিয়া। ছবির নাম ‘প্রেমী ও
প্রেমী’। যা টলিউড-ঢালিউডের যৌথ নির্মাণে নির্মিত হবে। ছবির নির্মাতাও তাই
দু’জন ভারতের অশোক ধানুকা ও বাংলাদেশের আব্দুল আজিজ।
সেই
জমকালো মহরত অনুষ্ঠানেই তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ছবির পরিচালকদ্বয়,
ব্লকবাস্টার সিনেমাসের কর্তাব্যক্তি রমিম রায়হান’সহ অনেকের সাথে
হাস্যোজ্জ্বল সদ্য প্রকাশিত নায়িকা।