'দিল
ধড়কানে দো' ছবিতে প্রিয়াঙ্কা চোপড়ার ফার্স্ট লুক প্রকাশ করেছে ছবির টিম।
পোস্টার মুক্তির পর এবার টুইট করে প্রিয়াঙ্কার ফার্স্ট লুক প্রকাশ করল
'দিল ধড়কানে দো' টিম।
দিল
ধড়কানে দো পরিচালনা করেছেন জোয়া আখতার। ২০১১ সালে জোয়ার 'জিন্দেগি না
মিলেগি দোবারা' ছবির পর আগামী ৫ জুন মুক্তি পাচ্ছে 'দিল ধড়কানে দো'। ছবিতে
প্রিয়াঙ্কা, রনবীর, অনিল কাপুর ছাড়াও রয়েছেন ফারহান আখতার, অনুষ্কা শর্মা
ও শেফালি শাহ।
রিমা
কাগতির ও জোয়া আখতারের লেখা চিত্রনাট্যে ছবিটির প্রযোজনা করেছেন রিতেশ
সিধওয়ানি ও ফারহান আখতার। ছবিতে মিউজিক দিয়েছেন শঙ্কর-এহসান-লয়।