সন্তান
জন্মদানের পর অনেকেই শারীরিক আকৃতি নিয়ে চিন্তিত হন। আর এই বিষয়টা মোটেও
পছন্দ নয় হলিউড অভিনেত্রী কেট উইন্সলেটের। সম্প্রতি তিনি জানিয়েছেন, এই
সময়ে শারীরিক আকৃতি নিয়ে চিন্তা করাও এক ধরণের অসুস্থতা। অবশ্য এর জন্য
মায়েদের থেকে তিনি চারপাশের পরিবেশকেই বেশি দায়ি করেন।
তিনি বলেন, ‘এই সময় মা ও সন্তানের সুস্থতার চেয়ে মায়ের শারীরিক আকৃতি নিয়ে বেশি কথা বলা হয়। মিডিয়াগুলো এসব খবর খুব হাইলাইট করে। মায়ের ছবি প্রকাশ করে তারা ক্যাপশন ছেপে দেয়, সন্তান জন্মদানের মাস তিনেক পরেও তাকে কি চমৎকার লাগছে! আমার মতে এই ব্যাপারটি চমত্কার অসুস্থতা ছাড়া আর কিছুই নয়। আমি আমার সাস্থ্যকেই প্রাধান্য দেবো।’
তিনি বলেন, ‘এই সময় মা ও সন্তানের সুস্থতার চেয়ে মায়ের শারীরিক আকৃতি নিয়ে বেশি কথা বলা হয়। মিডিয়াগুলো এসব খবর খুব হাইলাইট করে। মায়ের ছবি প্রকাশ করে তারা ক্যাপশন ছেপে দেয়, সন্তান জন্মদানের মাস তিনেক পরেও তাকে কি চমৎকার লাগছে! আমার মতে এই ব্যাপারটি চমত্কার অসুস্থতা ছাড়া আর কিছুই নয়। আমি আমার সাস্থ্যকেই প্রাধান্য দেবো।’