Media news - বৈশাখের নাটকে অপি

বৈশাখের নাটকে অপি
পহেলা বৈশাখ উপলক্ষে সবগুলো চ্যানেলেরই রয়েছে বিশেষ আয়োজন। আর এই বিশেষ আয়োজনের একটা বড় অংশ জুড়ে রয়েছে বৈশাখের বিশেষ নাটক। তাই বৈশাখ উপলক্ষে নির্মিত নাটকগুলোর জন্য তারকাদেরও বেশ ব্যস্ত থাকতে হয়। এই দিক থেকে চিন্তা করলে কিছুটা ব্যতিক্রমই বলতে হবে দেশের জনপ্রিয় অভিনেত্রী অপি করিমকে। এবারের পহেলা বৈশাখে মাত্র একটি নাটকে দেখা যাবে তাকে।
 
অপি অভিনীত এই নাটকটি হচ্ছে ‘ছায়াচোখ জলছাপ’। মাসুদ হাসান উজ্জ্বলের রচনা ও পরিচালনায় পহেলা বৈশাখের এই বিশেষ নাটকটি প্রচারিত হবে আজ দুপুর ১২টা ২০মিনিটে এনটিভিতে। নাটকটিতে অপির সহশিল্পী হিসেবে কাজ করেছেন পার্থ বড়ুয়া।

এ প্রসঙ্গে অপি বলেন, ‘নাটকে আমার চরিত্রের নাম নীরা। সে খুবই সহজ সরল মেয়ে। মানুষকে সে খুব সহজেই বিশ্বাস করে। বৈশাখ উপলক্ষে মুখোশ বানানোর কর্মশালায় তার পরিচয় হয় অর্ণবের সাথে। প্রথম পরিচয়েই নীরার সাথে তার বন্ধুত্ব হয়। একদিন সন্ধ্যায় মুখোশ বানাতে বানাতে সে মুখোশ বিষয়ক একটা ভৌতিক গল্প শোনায় নীরাকে। গল্প শুনে নীরা খুব ভয় পায়। এখন আর কিছু বলতে চাইছি না! আসলে খুব সুন্দর একটি গল্পে নির্মিত হয়েছে নাটকটি। আশা করি নাটকটি দর্শকের ভালো লাগবে।’ বর্তমানে অপি অভিনয়ের পাশাপাশি শিক্ষকতা নিয়েও বেশ ব্যস্ত আছেন।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts