জাস্টিন
বিবারের সাথে বিচ্ছেদ করে বর্তমানে ডিজে জেডের সাথে নতুন সম্পর্ক গড়েছেন
সঙ্গীতশিল্পী সেলেনা গোমেজ। যদিও অফিসিয়ালভাবে এই প্রেমের কথা এখনও স্বীকার
করেননি। তবে সুযোগ পেলেই নতুন প্রেমিককে প্রশংসায় ভাসিয়েছেন সেলেনা। এবার
সেলেনার প্রশংসায় মুখ খুললেন জেড। আর জেডের এই প্রশংসায় খুবই আনন্দিত
সেলেনা।
কিছুদিন
আগে সেলেনার প্রশংসায় জেড বলেন, ‘সে খুবই মেধাবী। তার মেধা নিয়ে কোনো সংশয়
নেই। তবে সে যে সঙ্গীত পরিচালনাতেও দক্ষ তা আমার জানা ছিল না। সম্প্রতি
একটি রেকর্ডিংয়ে তার পরিচালনা দেখার সৌভাগ্য আমার হয়। আমি সত্যিই অভিভূত।
সাধারণত সঙ্গীতশিল্পীরা পরিচালনায় ভালো করতে পারেন না। কিন্তু তার প্রতিভায়
আমি মুগ্ধ।’
এ
প্রসঙ্গে সেলেনার কাছে জানতে চাওয়া হলে এই পপশিল্পী বলেন, ‘জানি না সে কেন
এমন বলেছে। তার হয়তো খুব ভালো লেগেছে। আর সে তার অভিমত জানিয়েছে। আমি বেশি
কিছু বলবো না। শুধু বলতে চাই, তার মতো একজন বন্ধু পাওয়া সত্যিই খুব
ভাগ্যের বিষয়। সব সময়ই আমি তাকে পাশে পাই। সে আমার জন্য অনেক বড়
অনুপ্রেরণা।’