একসময়
নাটকে জনপ্রিয় হওয়া সত্ত্বেও এখন আর অভিনয়ে দেখা যাচ্ছে না উপস্থাপিকা
আজরা মাহমুদকে। বর্তমানে উপস্থাপনা, মডেলিং ও কোরিওগ্রাফির কাজ নিয়ে ব্যস্ত
সময় পার করছেন এই উপস্থাপিকা।
একসময়
নাটকে ঘাম ঝরিয়ে জনপ্রিয় হয়েছিলেন ছোটপর্দায়। কিন্তু দীর্ঘদিন ধরে তিনি
অভিনয়ে অনুপস্থিত। দর্শকের চাহিদা থাকা সত্ত্বেও অভিনয় ছেড়ে দেওয়ার
ব্যাপারে তার কাছে জানতে চাওয়া হলে আজরা বলেন, ‘আসলে নাটকের জন্য আমি না।
উপস্থাপনাকে ভালোবেসে নাটক ছেড়ে দিয়েছি। তবে কোনো পরিচালক যদি প্রস্তাব দেয়
একবারে না বলব না। চিত্রনাট্য পড়ে যদি ভালো লাগে তবে কাজ করতে আপত্তি নেই
আমার।’
একই
কথা বড়পর্দার ক্ষেত্রেও প্রযোজ্য। আজরা বলেন, ‘অভিনয় তো একরকম ছেড়েই
দিয়েছি। বড়পর্দায় কাজ করতেও কোনো আপত্তি নেই আমার। তবে তার আগে অবশ্যই
গল্প-চরিত্র মন মতো হতে হবে। তবে সত্যি বলতে কি, উপস্থাপনা করতেই বেশি
স্বাচ্ছন্দ্যবোধ করি আমি।’
জানালেন,
তার অভিনয় ছেড়ে দেওয়ার পেছনে উপস্থাপনার প্রতি ভালোবাসা এবং কোরিওগ্রাফিতে
সফলতাই প্রধান ভূমিকা পালন করেছে। চ্যানেল আই ও ইউনিলিভার বাংলাদেশ আয়োজিত
বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে কোরিওগ্রাফি এবং
নিয়মিত কাজ নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন আজরা।