Media news - মনোযোগে ‘অমনোযোগী’ ক্যাট

মনোযোগে ‘অমনোযোগী’ ক্যাট
আলোচনায় থাকার জন্যও তারকারা অনেক কিছুই করে থাকেন। এ ক্ষেত্রেও বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ কিন্তু বেশ ব্যতিক্রম।
 
অভিযোগ আছে, যতটুকু প্রয়োজন ততটুকু লাইমলাইটে আসতেও তার ঘোর আপত্তি। সম্প্রতি এ নিয়ে মুখ খুললেন তিনি। জানালেন, মানুষের মনোযোগ আদায় করার কোনো ইচ্ছেই তার নেই। এ প্রসঙ্গে ‘ধুম থ্রী’ তারকা বলেন, ‘আমাদের পেশাটাই এমন যে সবসময় মানুষের মনোযোগ ধরে রাখতে হয়। কিন্তু আমি মনে করি অযথাই মানুষের মনোযোগ ধরে রাখার চেষ্টার কোনো প্রয়োজন নেই। এর চেয়ে বরং কাজে মনোযোগী হওয়াটাই শ্রেয়। আর আমি এই কাজটিই করি।’
 
তবে চলচ্চিত্রের প্রচারণার জন্য মানুষের মনোযোগ আকর্ষণের পক্ষে ক্যাট। বলিউড এই অভিনেত্রী বলেন, ‘চলচ্চিত্রের প্রচারণার জন্য মানুষের মনোযোগ আকর্ষণ করা জরুরি। কারণ একটি ছবির সাফল্য-ব্যর্থতার পেছনে অনেকের ক্যারিয়ার জড়িত। কিন্তু এই প্রচারণার ব্যাপারেও আমাদের সচেতন হতে হবে। এমন কিছু যেন না করা হয় যা হিতে বিপরীত হতে পারে।’
 
শুধু তাই নয়, নতুনদেরও অযথা মানুষের মনোযোগ আকর্ষণের চেষ্টা না করে কাজের প্রতি মনোযোগী হবার উপদেশই দিয়েছেন এই বলিউড তারকা।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts