পারদর্শী
হওয়া সত্ত্বেও নৃত্যে খুব একটা সুযোগ পান না হলিউড অভিনেত্রী নওমি ওয়াট।
তাই নিজেকে একজন হতাশাগ্রস্থ নৃত্যশিল্পী দাবি করে থাকেন নওমি। তবে এবার
হতাশা ঝেড়ে ফেলার সুযোগ পেয়েছেন এই অভিনেত্রী।
সম্প্র্রতি তিনি জানালেন, দীর্ঘদিন পর মনের মতো একটি চরিত্র পেয়েছেন তিনি। বর্তমানে কমেডি-ড্রামা নির্ভর ‘হোয়াইল উই ওয়্যার ইয়াং’ ছবিতে কাজ করছেন তিনি। যেখানে তাকে একজন মধ্য বয়সী নারীর চরিত্রে দেখা যাবে। যিনি সব সময় তার তরুণ বয়সে ফিরে যেতে চান। আর এই ছবিতে নৃত্যের অনেক দৃশ্য থাকায় বহুদিনের সুপ্ত বাসনা পূরণ হচ্ছে নওমির।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এমন একটি চরিত্রে কাজ করার ইচ্ছে আমার অনেকদিনের। নৃত্যের প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও এমন চরিত্রে কাজের সুযোগ পাচ্ছিলাম না। তাই এই ছবির মাধ্যমে বহুদিনের হতাশা ঝেড়ে ফেলেছি।’
সম্প্র্রতি তিনি জানালেন, দীর্ঘদিন পর মনের মতো একটি চরিত্র পেয়েছেন তিনি। বর্তমানে কমেডি-ড্রামা নির্ভর ‘হোয়াইল উই ওয়্যার ইয়াং’ ছবিতে কাজ করছেন তিনি। যেখানে তাকে একজন মধ্য বয়সী নারীর চরিত্রে দেখা যাবে। যিনি সব সময় তার তরুণ বয়সে ফিরে যেতে চান। আর এই ছবিতে নৃত্যের অনেক দৃশ্য থাকায় বহুদিনের সুপ্ত বাসনা পূরণ হচ্ছে নওমির।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এমন একটি চরিত্রে কাজ করার ইচ্ছে আমার অনেকদিনের। নৃত্যের প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও এমন চরিত্রে কাজের সুযোগ পাচ্ছিলাম না। তাই এই ছবির মাধ্যমে বহুদিনের হতাশা ঝেড়ে ফেলেছি।’