Media news - চৈত্র সংক্রান্তি কনসার্টে জেমস

চৈত্র সংক্রান্তি কনসার্টে জেমস
আজ রাতে এটিএন বাংলা ধানমণ্ডির রবীন্দ্র সরোবর থেকে সরাসরি সম্প্রচার করবে বৈশাখের কনসার্ট ‘আলোকিত বৈশাখ’।
কনসার্টে থাকবেন জনপ্রিয় ব্যান্ড তারকা জেমস। কনসার্টটি ধানমন্ডিস্থ রবীন্দ্র সরোবর থেকে সরাসরি সম্প্র্রচার শুরু হবে রাত সাড়ে ১২টা থেকে। চলবে ভোর সাড়ে ৪টা পর্যন্ত।
জেমস ছাড়াও কনসার্টে থাকছেন বাপ্পা মজুমদার, ব্যান্ডদল নেমেসিস, বাউল শফি মণ্ডল ও তার দল, অদিতি মহসিনসহ অন্যান্য শিল্পীবৃন্দ। জনপ্রিয় শিল্পীদের পরিবেশনা ছাড়াও ফানুস ওড়ানোর মধ্যে দিয়ে বিশেষ এই আয়োজন শেষ হবে।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts