Media news - বাংলাদেশে নচিকেতার প্রথম ভিডিও গান

বাংলাদেশে নচিকেতার প্রথম ভিডিও গান
ভারতের পশ্চিমবঙ্গের জীবনমুখী গানের কিংবদন্তী কণ্ঠশিল্পী নচিকেতা চক্রবর্তী বিভিন্ন সময়ে বাংলাদেশ সফরে এসে অসংখ্য স্টেজ শোতে অংশ নিয়েছেন, কিন্তু এবারই প্রথম শুটিং করলেন একটি ভিডিও গানের। ‘আয় ভোর’ শিরোনামের গানটি যৌথভাবে গেয়েছেন নচিকেতা ও আমিরুল মোমেনীন মানিক। এ প্রসঙ্গে নচিকেতা বলেন, ‘অসংখ্য জনপ্রিয় গান গেয়েছি কিন্তু কখনোই ভিডিও তৈরিকে প্রাধান্য দেইনি। এছাড়া দৃষ্টিনন্দন লোকেশন, চিত্রনাট্য সবকিছুই আমাকে আকৃষ্ট করেছে বলে আমি ভিডিওতে অংশ নিয়েছি।’ দ্বৈত এ গানটির ভিডিও খুব শিগগিরই প্রকাশ পাবে। এ প্রসঙ্গে মানিক বলেন, ‘নচিকেতা দাদা সবসময় পারফেকশনিস্ট, আয় ভোর গানটি তাকে দারুণভাবে প্রভাবিত করেছে বলেই তিনি স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন ভিডিওতে।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts