Media news - ওবামার প্রেমিকা টিকা!

ওবামার প্রেমিকা টিকা!
এবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রেম অবলম্বনে নির্মিত হতে যাচ্ছে চলচ্চিত্র। ‘সাউথসাইড উইথ ইউ’ নামের এই ছবিটির প্রযোজক হচ্ছেন গ্লেনডন পালমার। হলিউড অভিনেত্রী টিকা সাম্পটার এই ছবিতে কাজ করছেন বলে নিশ্চিত করা হয়েছে। ওবামা ভালোবেসে ঘর বাঁধেন মিশেল ওবামার সাথে। আর তাদের প্রথম ডেটের ঘটনা নিয়েই নির্মিত হতে যাচ্ছে এই ছবিটি। আর এই ছবির মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক হতে যাচ্ছে রিচার্ড টানের। মিশেল ওবামার চরিত্রে অভিনয়ের জন্য এরইমধ্যে টিকা সাম্পটারকে চূড়ান্ত করা হয়েছে। কিন্তু ছবির প্রধান চরিত্র বারাক ওবামার চরিত্রে কাকে দেখা যাবে তা এখনও নিশ্চিত হয়নি। মিশেল ওবামার চরিত্রে কাজ করার সুযোগ পেয়ে দারুণ উচ্ছ্বসিত টিকা। তিনি বলেন, ‘যদিও আমার জন্য কাজটি অনেক কঠিন তবে আমি আশাবাদী যে দর্শকদের ভালো কিছু উপহার দিতে পারবো।’
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts