Media news - আবারও একসাথে ওমর সানি ও মৌসুমী

আবারও একসাথে ওমর সানি ও মৌসুমী
জনপ্রিয় তারকা দম্পতি ওমর সানি ও মৌসুমী। এক সময়ের আলোচিত এই জুটির শেষ ছবি ছিল প্রায় ৬ বছর আগে। অসংখ্য জনপ্রিয় ও ব্যবসাসফল ছবি উপহার দিয়েছেন এই যুগল। ইম্প্রেস টেলিফিল্ম প্রযোজিত ও প্রয়াত বেলাল আহমেদ পরিচালিত ‘ভালোবাসবোই তো’ চলচ্চিত্রটি এরইমধ্যে সেন্সরে ছাড়পত্র পেয়েছে। এ প্রসঙ্গে ওমর সানি বলেন, ‘মৌসুমীর সাথে আমার কেমিস্ট্রি বরাবরই ভালো ছিল। মূলত গল্পের প্রয়োজনে একসাথে কাজ করার সুযোগ হয়েছে। শ্রদ্ধেয় বেলাল ভাইয়ের শেষ কাজের সাক্ষী হয়ে থাকতে পেরে আমি গবির্ত। দর্শকদের জন্য অনেক চমক রয়েছে ছবিটিতে।’ ছবিটি সেন্সর পেলেও এখনও নিশ্চিত মুক্তির দিন বলছে না প্রযোজনা প্রতিষ্ঠান। এর আগে ২০০৯ সালে ‘সাহেব নামের গোলাম’ ছবিতে শেষবারের মতো পর্দায় একসাথে দর্শকরা এই জনপ্রিয় জুটিকে দেখতে পায়। নতুন করে আবারও একসাথে কাজ করা প্রসঙ্গে মৌসুমী বলেন, ‘সানির সাথে কাজ করার অভিজ্ঞতা আমার ভালো। আমরা এক সময় অনেক জনপ্রিয় চলচ্চিত্র উপহার দিয়েছি। দর্শকরাও আমাদের ভালোভাবে গ্রহণ করেন। আশা করছি আমাদের দীর্ঘদিন পরে এই কাজটি দর্শকদের ভালো লাগবে।’
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts