পহেলা
বৈশাখে অনেক জনপ্রিয় গানের মধ্যে অন্যতম ফিডব্যাকের ‘মেলায় যাইরে’।
জনপ্রিয় এই গানটির ২৫ বছর পূর্তি হতে যাচ্ছে এই বৈশাখে। আর এ উপলক্ষেই
‘ফিডব্যাক টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি’ নামের একটি স্পেশাল প্রোজেক্টে
জনপ্রিয় পপ সঙ্গীতের কিংবদন্তি শিল্পী মাকসুদুল হক এবং বাংলাদেশের জনপ্রিয়
ব্যান্ড ফিডব্যাক একসাথে তাদের বিখ্যাত গান ‘মেলায় যাইরে’ গানটি এই পহেলা
বৈশাখে আবার শ্রোতাদের নতুনভাবে উপহার দিচ্ছে।
শুধু
দেশেই না, সনি মিউজিকের মধ্য দিয়ে সারা বিশ্বে নতুন করে গানটি রিলিজ পাবে।
‘মেলায় যাইরে’ গানটির নতুন ভার্শন এবং সেইসাথে মাকসুদুল হক ও ফিডব্যাকের
একত্রে গানটি গাওয়া এইসব বিষয়ের উন্মাদনা আরও একটু বাড়াতে গানটির একটি নতুন
ভিডিও তৈরি করা হয়েছে। এ প্রসঙ্গে মাকসুদ বলেন, ‘দুই যুগ পার হয়ে গেল। সময়
খুব দ্রুতই চলে যায়। এই গানটির মধ্য দিয়ে বাঙালির অনেক ভালোবাসা পেয়েছি।
আবারও নতুন উদ্যোগ নেওয়া হয়েছে গানটি নিয়ে। স্বাগত জানাই এই বিশেষ উদ্যোগের
জন্য। শ্রোতাদের প্রতি আমি কৃতজ্ঞ। কারণ তাদের ভালোবাসা ছাড়া কোনো গানের
পূর্তি সম্ভব না। গানটি রিলিজের পর প্রতি বছরই পহেলা বৈশাখ মানেই শ্রোতাদের
মুখে এই গানটি শুনেছি। আশা করব সামনে আরও ভালোবাসা পাব শ্রোতাদের।’
নতুন
এই ভিডিওটি আগামী আগামীকাল ফেসবুক এবং ইউটিউব পেজে বিকেল ৫টায় প্রকাশিত
হবে। প্রায় ২ যুগ পর মাকসুদ এবং ফিডব্যাককে একসাথে পেয়ে আবারও উচ্ছ্বাসিত
সবাই। একইসাথে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই গানটি এবার পহেলা বৈশাখে
সারা পৃথিবীতে রিলিজ দিচ্ছে, যা সত্যিই আমাদের দেশের সঙ্গীতাঙ্গনে একটি
স্মরণীয় মুহূর্ত।