Media news - এশিয়ান অ্যাওয়ার্ডে অভিভূত শাহরুখ

এশিয়ান অ্যাওয়ার্ডে অভিভূত শাহরুখ
বলিউড সুপারস্টার শাহরুখ খানের জনপ্রিয়তা ভারত ছাড়িয়ে এখন সারাবিশ্বে। চলচ্চিত্রে তার অবদানকে সম্মান জানিয়ে সম্প্রতি ৫ম ‘দ্যা এশিয়ান অ্যাওয়ার্ডে’ তাকে পুরস্কৃত করা হয়েছে। এ প্রসঙ্গে শাহরুখ বলেন, ‘বিশেষ করে দক্ষিণ-পুর্ব এশিয়ার কথা না বললেই নয়। আমার ভক্তদের ভালোবাসাই আজকে আমাকে সারাবিশ্বে পরিচিতি এনে দিয়েছে। দক্ষিণ এশিয়ায় অনেক প্রতিভাবান শিল্পী আছেন, তারা দক্ষিণ এশিয়ার চলচ্চিত্র শিল্পকে সমৃদ্ধ করে যাচ্ছেন। আর তাদের কাজকে আরও এগিয়ে নিয়ে যেতে ‘দ্যা এশিয়ান অ্যাওয়ার্ড প্রেরণা জোগাচ্ছে। তাই এমন একটি পুরস্কার হাতে নিতে পেরে আমি সত্যিই অভিভূত।’ অনুষ্ঠানে ‘ওয়ান ডিরেকশন’ ব্যান্ডের সাবেক সদস্য জিয়ান মালিকের সাথে পারফর্ম করেন শাহরুখ। সঙ্গীতে বিশেষ অবদান রাখার জন্য শাহরুখ তাকে প্রশংসায় ভাসিয়ে বলেন, ‘তার অগণিত ভক্তের মধ্যে আমিও একজন। তিনি যেভাবে অবদান রেখে চলছেন তা অতুলনীয়। তার সাথে এক মঞ্চে পারফর্ম করে আমিও উপভোগ করেছি।’
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts