সন্তান আরিজকে নিয়ে ব্যস্ততা শেষে এবারে বর্ষা তার নতুন ছবির কাজ শুরু
করেছেন। এরই ভেতরে অনন্ত জলিল এর পরিচালনায় দ্যা স্পাই ছবিতে কাজের
ব্যাপারে সবকিছু চূড়ান্ত হয়েছে। তবে এর মাঝে স্বামী-সন্তান সহ তুরুস্কে
ঘুরে এলেন। সেখানে অফিশিয়াল একটি মিটিংসহ পরিবারের সাথে সময় কাটান তিনি।
তবে নতুন ছবি ‘দ্যা স্পাই’-এ বর্ষার চরিত্র কি হবে বা কেমন হবে তা নিয়ে
এখনও খোলাশা করতে চাইছেন না প্রযোজনা প্রতিষ্ঠান মনসুন ফিল্মস। তবে দর্শকরা
নতুন কিছুই পাবেন এমনটাই আশাবাদ ব্যক্ত করেন বর্ষা।
আমাদের
দেশের অন্য শীর্ষ নায়িকারা যখন নিজের অস্তিত্বের সংকটে প্রতিনিয়ত যৌথ
প্রযোজনা বা ওপার বাংলার সাথে লবি করে নতুন ছবির কাজের প্রত্যাশায়
হা-পিত্তেশ করছেন, তখন বর্ষা নিজস্ব ব্যানারেই রেকর্ড বাজেটের ছবিতে কাজ
করছেন নিয়মিত।
বর্ষার মতে, আমাদের ছবি তো বাংলাদেশের বাইরেও
বিভিন্ন দেশে এক্সপোর্ট হচ্ছে। তাই শুধু শুধু কলকাতার ছবির জন্য লবি করার
কি প্রয়োজন? আমি মনে করি নিজেদের আত্মবিশ্বাস থাকলেই নিজের দেশের ভালো ছবি
দিয়েই বিশ্বজয় করা সম্ভব।