Media news - তারপরেও সিঙ্গেল লোপেজ!

তারপরেও সিঙ্গেল লোপেজ!
গত সপ্তাহেই প্রাক্তন প্রেমিক ক্যাসপার স্মার্টের সাথে চুম্বনরত অবস্থায় ফ্রেমবন্দী হন জনপ্রিয় পপ তারকা লোপেজ। যদিও প্রথমে এই বিষয়ে মন্তব্য করতে রাজি হননি তিনি, তবে সপ্তাহ ঘুরতেই লোপেজ বলেন, ‘এটা এমন কোনো বিষয় নয়। আমি এখনো সিঙ্গেল। অযথাই এসব বিষয় নিয়ে কথা বলার কোনো প্রয়োজনবোধ করছি না আমি।’ ২৭ বছর বয়সী ক্যাসপার স্মার্টের সাথে তিন বছর প্রেমের পর সম্পর্কের ইতি টানেন লোপেজ। গত কয়েক সপ্তাহে তাদের বিভিন্ন জায়গায় একত্রে দেখা গেছে। এই বিষয়ে ৪৫ বছর বয়সী এই পপ তারকা বলেন, ‘আমি কী করব না করব এটা একান্তই আমার ব্যাপার। আর ব্যক্তিগত বিষয় নিয়ে  জবাবদিহি করতে আমি রাজি নই।’
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts