কাশ্মীরে তুষার ধসে চার ভারতীয় সেনা নিহত হয়েছে। জম্মু ও কাশ্মীরের
লাদাকের সীমান্ত এলাকায় সেনাবাহিনীর গাড়িটি তুষার ধসে পড়লে এ দুর্ঘটনা ঘটে।
খবর এনডিটিভি’র।
সেনাবাহিনীর উত্তরাঞ্চলীয় কমান্ডের মুখপাত্র কর্নেল এসডি গোস্বামী বলেন, শুক্রবার ঐ পাঁচ সেনা দলের গাড়িটি লেহ জেলার চ্যাঙ্গলা গ্রাম পার হওয়ার সময় তুষারধসের কবলে পড়ে। উদ্ধারকারী দল উদ্ধারে কাজ করছে। তারা চার সেনার মৃতদেহ উদ্ধার করেছে। এখনো নিখোঁজ রয়েছে এক সেনা। জেলা কর্মকর্তা স্বাগত বিশ্বাস বলেন, শনিবার উদ্ধারকারীরা এসে কাজ শুরু করে নিহতদের মৃতদেহ উদ্ধার করে। লেহ জেলা শ্রীনগর থেকে প্রায় ৪৩৫ কিলোমিটার পূর্বে অবস্থিত।
সেনাবাহিনীর উত্তরাঞ্চলীয় কমান্ডের মুখপাত্র কর্নেল এসডি গোস্বামী বলেন, শুক্রবার ঐ পাঁচ সেনা দলের গাড়িটি লেহ জেলার চ্যাঙ্গলা গ্রাম পার হওয়ার সময় তুষারধসের কবলে পড়ে। উদ্ধারকারী দল উদ্ধারে কাজ করছে। তারা চার সেনার মৃতদেহ উদ্ধার করেছে। এখনো নিখোঁজ রয়েছে এক সেনা। জেলা কর্মকর্তা স্বাগত বিশ্বাস বলেন, শনিবার উদ্ধারকারীরা এসে কাজ শুরু করে নিহতদের মৃতদেহ উদ্ধার করে। লেহ জেলা শ্রীনগর থেকে প্রায় ৪৩৫ কিলোমিটার পূর্বে অবস্থিত।