টেলিভিশনে
ক্যারিয়ার শুরু করার পর ফিল্মে পা রাখা বিদ্যা বালান আবার টেলিভিশনে
প্রত্যাবর্তন করতে চলেছেন। যুক্তরাষ্ট্রের বিখ্যাত টেলিভিশন শো হোস্ট অপরা
উইনফ্রে-র শো-এর আদলে বিদ্যা বালান একটি টিভি অনুষ্ঠান সঞ্চালনা করবেন বলে
জানা গিয়েছে। ভারতের মুম্বাই মিররে প্রকাশিত খবর অনুযায়ী, টিভি শো-এর
ব্যাপারে কথাবার্তা এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আর্থিক লেনদেনের বিষয়টি
ঠিকঠাক হয়ে গেলেই শো'এর কাজ শুরু হবে।
ছোটপর্দায়
শুরুর পর পরিণীতা, পা, ডার্টি পিকচার, কাহানির মত ছবিতে ভিন্নধর্মী
চরিত্রে অভিনয় করে খ্যাতি পেয়েছেন এই বলিউড অভিনেত্রী। নতুন টিভি শো-এর
ব্যস্ততার কারণে আগামী বেশ কয়েকমাস বড়পর্দায় তার উপস্থিত হওয়ার সম্ভাবনা
নেই। তবে শেষ পর্যন্ত যাই হোক না কেন এখনো চূড়ান্ত হয়নি কোন কিছুই।