Science and Technology news - ভারতে তৈরি হচ্ছে গ্যালাক্সি এস–৬ ও ৬ এজ

এসেছে মাইক্রোসফটের স্পার্টান স্যামসাং বাজারে ছাড়তে যাচ্ছে গ্যালাক্সি এস-৬ এবং গ্যালাক্সি এস-৬ এজ স্মার্টফোন। আর এই স্মার্টফোন তৈরি হচ্ছে ভারতের নয়ডায়
স্যামসাংয়ের কারখানায়। গত সপ্তাহে ভারতের রাজধানী দিল্লিতে এ কথা জানিয়েছে স্যামসাং।
স্যামসাং ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট (বিপণন-মোবাইল ও তথ্যপ্রযুক্তি) অসীম ওয়ারসি বলেছেন, এ বছরের প্রথম ছয় মাস নয়ডার কারখানায় এই ফোনের উৎপাদন চালিয়ে যাবে স্যামসাং। স্যামসাং গ্যালাক্সি এস-৬ ও এস-৬ এজ বাজারজাত করার জন্য বিশ্বের যে ২০টি দেশকে বেছে নিয়েছিল ভারত তার অন্যতম। সোমবার থেকেই এই দুটি স্মার্টফোনের অগ্রিম বুকিং শুরু হয়েছে ভারতে। আর আগামী ১০ এপ্রিল থেকে এই দুটি ফোনই ভারতে বিক্রি শুরু করবে স্যামসাং।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts