National news - কলকাতায় আসতে পারেন কাকা

কলকাতায় আসতে পারেন কাকা
ব্রাজিলের তারকা কাকাকে পেতে চায় ইন্ডিয়ান সুপার লিগের দল আতলেতিকো দি কলকাতা। ২০০৭ সালের ফিফা বর্ষসেরা এই খেলোয়াড়ের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলেও জানিয়েছেন কলকাতার দলটির অন্যতম মালিক সৌরভ গাঙ্গুলী।
পশ্চিম বাংলা ক্রিকেট সংস্থার এক অনুষ্ঠানে গত বৃহস্পতিবার সৌরভ জানান, মিডফিল্ডার কাকার বর্তমান ক্লাব যুক্তরাষ্ট্রের অরল্যান্ডো সিটির সঙ্গে কথা চলছে। তিনি বলেন, ‘কাকার ব্যাপারে কথা চলছে, কিন্তু এখনও কিছুই চূড়ান্ত হয়নি। চূড়ান্ত হলে অবশ্যই আমরা খবরটি জানাবো।”  গত বছর এমএলএস-এর দল অরল্যান্ডো সিটিতে যোগ দেন রিয়াল মাদ্রিদ ও এসি মিলানের সাবেক তারকা কাকা। ক্লাবটির সঙ্গে সাড়ে তিন বছরের চুক্তি করা কাকা ওখানে সুখেই আছেন বলেও গণমাধ্যমে খবর বের হয়। গত বছর ইন্ডিয়ান সুপার লিগের অভিষেক আসরের চ্যাম্পিয়ন হয়েছিল আতলেতিকো দি কলকাতা।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts